KOLIKATAR GUPTAMATH | কলিকাতার গুপ্তমঠ

₹ 200 / Piece

₹ 250

20%

Whatsapp
Facebook

Author

BAIDURYYA SARKAR | বৈদূর্য্য সরকার

সত্যিই কি বাঙালি আদিতে বৌদ্ধ ছিল? সে সম্পর্কে খুব বেশি আলোচনা হয় না। অনেকে ধারণা করেন আক্রমণের মুখে পড়ে বৌদ্ধ পণ্ডিতরা পুঁথিপত্র নিয়ে পালিয়েছিলেন তিব্বতের পথে। কিন্তু সে সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায় না। তবে ধারণা করা যেতে পারে কোনও বিশেষ গোষ্ঠী তার পেছনে নিশ্চয় ছিল। অনেকে বলে তারা ধর্ম হারিয়ে মিশে গেছিলেন অন্ত্যজ হিন্দু বা মুসলিম সমাজে। একইভাবে জ্ঞানগঞ্জ নিয়ে সকলের মনে অনেক প্রশ্ন। কিন্তু ঠিক কোন সময়ে কারা তৈরি করল সেই আশ্চর্য জগত সে সম্বন্ধে খুব বেশি জানা যায় না। এই দু’টো বিষয়ের সাথেই যুক্ত হয়ে আছে আন্তর্জাতিক রাজনীতি। কখনও বা সীমান্তের যুদ্ধ অথবা দেশনেতার মিথ। সব মিলিয়ে এই কাহিনির প্রেক্ষাপটে কাহিনির মূল চরিত্র রুদ্র খুঁজে পায় বেশ কিছু সূত্র। তার বন্ধু বান্ধবী এবং অলৌকিক লোকেদের হাত ধরে এগোয় কাহিনি। অলৌকিক মানে ভূতপ্রেত কিছু নয়, এমন কিছু লোক যারা স্রেফ হারিয়ে গেছিল জগতের প্রয়োজনেই। তারা হয়তো আত্মগোপন করে আছে জ্ঞানগঞ্জের মতো কোনও গুপ্ত মঠে, যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না। শেষ পর্যন্ত রুদ্র কি খুঁজে পায় সেই আশ্চর্য দুনিয়ার সন্ধান? সে প্রশ্নের সাথে মিশে যায় জীবন জিজ্ঞাসা অথবা কিছু ইঙ্গিত যার মাধ্যমে নতুন করে খুঁজে দেখা যেতে ইতিহাসের গতিকে। কলকাতায় কি মিলতে পারে সেইসবের হারানো সূত্র? গুপ্তমঠের চিঠি কি রুদ্রের কাছে এসে পৌঁছোয় শেষ পর্যন্ত? কিসের হদিস মিলতে পারে তা থেকে! সব জানতে পাতা উল্টোতে হবে। রুদ্র আর ওর সঙ্গীসাথীদের সাথে হাঁটতে হবে কলকাতার রহস্যময় পথে।